রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের অমিতনগর গ্রামে রোববার (১৩ অক্টোবর) ভ্যানচালক চালক জামাল বিশ্বাস (৬০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ওই ভ্যানচালকের তিন মেয়ে এক ছেলে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, জামাল বিশ্বাস রোববার (১৩ অক্টোবর) তার ফ্রিজে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলে লাইন চেক করতে যায়। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, জামাল বিশ্বাসকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনার পর ইসিসি করে তার মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। 

বোয়ালমারী থানার এসআই দেওয়ান শামিম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ